করোনা: ঢাকায় নতুন শনাক্ত ৬২, তিনদিনে আক্রান্ত ১২১

দেশে গত ২৪ ঘণ্টায় ১১২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে শুধু ঢাকায় আক্রান্ত হয়েছেন ৬২ জন। বাকিরা ঢাকার বাইরের।

এ নিয়ে গত তিনদিনে রাজধানীতে ১২১ জন করোনায় আক্রান্ত হলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় যে একজনের মৃত্যু হয়েছে তার বাড়িও ঢাকায়। বৃহস্পতিবার অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসিব তথ্য জানান। তিনি জানান, দেশে নতুন আক্রান্ত ১১২ জনের মধ্যে ৭০ জন পুরুষ ও ৪২ জন নারী। নতুন যে ব্যক্তি মারা গেছেন তিনি ঢাকার বাসিন্দা। তার বয়স ৬০ বছরে বেশি।

ফ্লোরা আরও জানান, নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৬২ জন। আর নারায়ণগঞ্জে ১৩ জন। বাকিরা অন্য জেলার। এর আগে গতকাল বুধবার করোনায় আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই ছিলেন ঢাকার বাসিন্দা। আগের দিন মঙ্গলবার ৪২ জনের মধ্যে ঢাকার ২০ জন ও নারায়ণঞ্জের ১৫ জনকে করোনা শনাক্ত করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের অন্যান্য জেলার তুলনায় ঢাকায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন