ডাক্তার ও নার্সদের জন্য বিশেষ ইনসুরেন্সের ঘোষণা দিলেন ‘প্রধানমন্ত্রী’

দেশের এই ক্রান্তিকালে যে সকল ডাক্তার নার্স নিজেদের জীবন বাজি রেখে দেশের স্বার্থে করোনাক্রান্ত রোগীদের সেবায় কাজ করেছেন তাদেরকে পুরস্কারের ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইসকল নার্স এবং ডাক্তারদের জন্য বিশেষ ইন্সুরেন্স সুবিধা সহ আরো অনেক সুবিধা প্রধান করবে সরকার। পদ মর্যাদা অনুযায়ী এই স্বাস্থ্যবীমা হবে ৫ থেকে ১০ লাখ টাকার। মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই ঘোষনা দেওয়া হয়।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, করোনা রোধ করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। করোনা নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে নিয়ম মেনে চলতে হবে। ভিডিও কনফারেন্সে চিকিৎসা নিতে গিয়ে সেবা না পাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন