পিএইচডি, মাস্টার্স ডিগ্রীর আর কোনো মূল্য নেই: তালেবানের শিক্ষামন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে, তালেবানের শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নূরুল্লাহ মুনির আধুনিক উচ্চ শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। খবর: এনডি টিভি। ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘কোনো পিএইচডি, মাস্টার্স ডিগ্রীরই আজ আর কোনো মূল্য নেই। আপনারা দেখছেন যে, মোল্লা এবং তালেবানরা এখন ক্ষমতায় আছে, তাদের পিএইচডি, এমএ বা এমনকি কোনো হাইস্কুল ডিগ্রীও নেই, কিন্তু তারাই এখন সব থেকে বড়’। প্রত্যাশা অনুযায়ী তার এই মন্তব্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

টুইটারে একজন লিখেছেন, এই লোকটি কেন শিক্ষা নিয়ে কথা বলছে? আরেকজন বলেন, ‘উচ্চশিক্ষা মন্ত্রী বলছেন উচ্চশিক্ষার মূল্য নেই’! টুইটারের একটি পোস্টে বলা হয়, ‘শিক্ষা সম্পর্কে এই ধরনের লজ্জাজনক চিন্তাভাবনা যাদের মাথায় আছে তাদের ক্ষমতায় থাকা, বিশেষ করে যুবক ও শিশুদের জন্য বিপর্যয়কর!’ আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার এক মাসেরও কম সময়ের মধ্যে মঙ্গলবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। তালেবানের নতুন সরকার ঘোষণার পর বিশ্ব নেতারা আফগান জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ‘ভবিষ্যতে, আফগানিস্তানে শাসন এবং জীবনের সমস্ত বিষয় পবিত্র ইসলামি শরিয়তের আইন দিয়ে নিয়ন্ত্রিত হবে’। গত ১৫ আগস্ট কাবুলের পতনের পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য বিবৃতি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন