সংসদে পেশ হলো ‘হাইওয়ে বিল’

একাদশ জাতীয় সংসদের চলমান চতুর্দশ অধিবেশন পুনরায় শুরু হয়েছে শনিবার সকালে। এদিন পূর্ণাঙ্গ আইন প্রণয়নের লক্ষ্যে ‘হাইওয়ে বিল-২০২১’ পেশ করা হয়েছে। সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে বিলটি পেশ করেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের জন্য সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে এ বিল। কমিটিকে আগামী চার সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে কোনো বিস্তৃত হাইওয়ে ব্যবস্থাপনা আইন নেই। এ বিষয়ে ১৯২৫ সালের একটি আইন (দ্য হাইওয়ে অ্যাক্ট-১৯২৫) আছে, যার ধারা মাত্র পাঁচটি এবং হাইওয়ে রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও নির্মাণের বিষয়গুলো তদারকির জন্য আইনটি পর্যাপ্ত নয়। এ কারণেই প্রস্তাবিত আইনটি করা হয়েছে। জানা গেছে, প্রস্তাবিত আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। শনিবার সকাল ১১টায় স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন