তালেবানের সঙ্গে কথা বলেছে ফ্রান্স

তালেবানের সঙ্গে ফ্রান্স কথা বলেছেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। নিজেই রবিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, আফগানিস্তান থেকে ফরাসি নাগরিকদের উদ্ধার করা নিয়ে তালেবানের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তবে প্রশাসক হিসেবে তালেবানকে মেনে নেওয়ার ক্ষেত্রে এখনো ফ্রান্স কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান ম্যাখোঁ।

ডয়চেভেলে জানায়, সোমবারই একাধিক পশ্চিমা দেশের ভার্চুয়াল বৈঠকে বসার কথা। সেখানে তালেবান নিয়ে তাদের সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা। রবিবার রাতে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ জানিয়েছে, পালাতে চাওয়া আফগান নাগরিকদের দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে তালেবান। এদিন ম্যাখোঁ বলেন, ফরাসি নাগরিকদের উদ্ধারের বিষয়ে তালেবানের সঙ্গে একাধিকবার কথা বলেছে ফরাসি প্রশাসন। তালেবানরা উদ্ধারকাজে সহায়তা করছে।

এখন পর্যন্ত কয়েক হাজার ফরাসিকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, এর ফলে তালেবানের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক তৈরি হলো- এমন মনে করার কারণ নেই। ফ্রান্স তালেবানকে স্বীকৃতি দেবে কিনা, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন