২০ বছর বয়সি পাকিস্তানি ফাস্ট বোলারের বাউন্সারে ভেঙে গেল ব্যাটসম্যানের হেলমেট। বলের আঘাতে হেলমেটের বাইরের আবরণ খুলে পড়ে গেল। ভাগ্যবশত ব্যাটসম্যানের গুরুতর কোনও চোট লাগেনি। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছিল। তরুণ পাকিস্তানিপেসার আর্শাদ ইকবালের অভিষেক ম্যাচ। অভিষেকেই ব্যাটসম্যানের হেলমেট উড়িয়ে দিলেন তিনি। আর্শাদের দ্রুতগতির শর্ট বলে জিম্বাবুয়ের ব্যাটসম্যান তিনাশে কামুনহুকামুই পুল করতে গিয়েছিলেন। বলের কাছে ব্যাট পৌঁছনোর আগেই বিষাক্ত বাউন্সার আছড়ে পড়ে তিনাশের হেলমেটে।
হেলমেটের ওপরের খোলস খুলে মাটিতে পড়ে যায়। ঘটনার পর আম্পায়ার এবং পাকিস্তানি ফিল্ডাররা সঙ্গে সঙ্গে ছুটে যান। মাঠে আসে ফিজিও। জিম্বাবুয়ের ব্যাটসম্যানটি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনেকরতেই পারেন। বড় কোনও দুর্ঘটনা ঘটতেই পারত। এর আগে বাউন্সারের তীব্রতায় হেলমেট খুলে যেতে দেখা গেছে, ঘাড়ের কাছের রাবারের নরম ফ্ল্যাপ খুলতে দেখা গেছে, কিন্তু এভাবে আস্ত খোলস খুলে পড়া এই প্রথম। ম্যাচটি অবশ্য হেরে যায় পাকিস্তান।