টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী দল

ওয়ানডে স্ট্যাটাস স্থায়ী হওয়ার পাশাপাশি টেস্ট খেলার মর্যাদা পেয়েছে বাংলাদেশ নারী দল। আইসিসি থেকে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ সদস্যের সব নারী দলকে এই মর্যাদা দেয়া হবে।গতকাল বৃহস্পতিবার আইসিসির বোর্ড এবং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিবৃতিতে বলা হয়েছে, ‘সব পূর্ণাঙ্গ সদস্যের নারী ক্রিকেট দলকে টেস্ট এবং ওয়ানডে স্ট্যাটাস স্থায়ীভাবে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’

এত দিন কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতেন সালমা খাতুন-জাহানারা আলমরা। ওয়ানডে ফরম্যাটে ২০১৯ সালের এশিয়া কাপও জেতেন তারা।বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে বলেন, ‘এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট খেলতে আর কোনো বাধা নেই। বাকি দলগুলোর মতো এখন থেকে আমরা তিন ফরম্যাটেই খেলার জন্য দল তৈরি করব।’

টেস্ট স্বীকৃতি পেয়েছে এখন পর্যন্ত দশ দেশের নারী দল। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড নারী দল।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন