বাংলাদেশে পরিষেবা বিঘ্নিত হওয়ার কথা স্বীকার ফেইসবুকের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় বাংলাদেশে ফেইসবুকের পরিষেবাগুলো বিধিনিষেধের আওতায় ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। মার্কিন টেক জায়ান্ট এই সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি শনিবার জানায়, তাদের ফেইসবুক ও মেসেঞ্জার শুক্রবার থেকে ডাউন আছে।

প্রতিষ্ঠানটি এমন সময় এ কথা জানাল, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। উল্লেখ্য, নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার মোদি বিরোধী বিক্ষোভে ৫ জনের মৃত্যু হয়েছে।

ফেইসবুক এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে যে আমাদের পরিষেবাগুলো বিধিনিষেধের আওতায় রয়েছে, সে বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি আমরা আরও বুঝতে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ অ্যাকসেস পুনরুদ্ধার করার আশা করছি। প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশে আন্দোলন দমন করতে ইন্টারনেট বন্ধ করে দেয়া একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন