তুষারস্নাত ম্যাচের কন্ডিশনে খাপ খাওয়াতে না পেরে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি জিততে পারলে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে যেত দলটি।
স্পেনের ৫০ বছরের ইতিহাসে এখনই সবচেয়ে বেশি বাজে আবহাওয়া চলছে। এ কারণে ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা ছিল। ধুঁকতে থাকা দুই দলই এদিন পরিষ্কার সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ ছিল। গোলের উদ্দেশে রিয়ালের নেওয়া ৯ শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। বিপরীতে অবনমন অঞ্চলের দল ওসাসুনার আট শটের দুটি লক্ষ্যে।
রিয়াল অবশ্য দুবার জালে বল পাঠিয়েছিল; কিন্তু দুবারই বাজে অফসাইডের বাঁশি। প্রথমার্ধে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে না পারা রিয়াল এই নিয়ে লিগে টানা আট ও সব প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ অপরাজিত। ১৮ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি।
শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮; তারা তিন ম্যাচ কম খেলেছে। দিনের আরেক ম্যাচে গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভিয়ারিয়াল।