দ. আফ্রিকার স্ট্রেইনে টিকা কাজ না করার আশঙ্কা বিজ্ঞানীদের

নভেল করোনাভাইরাস প্রতিরোধে বেশ কিছু দেশে টিকাদান শুরু হয়ে গেছে। প্রস্তুতি নিচ্ছে আরও অনেকে। তবে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন বা স্ট্রেইনে টিকার কার্যকারিতা নিয়ে সন্দিহান বিজ্ঞানীরা। এনডিটিভি জানায়, ব্রিটিশ সরকারের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টার বরাতে সোমবার এ খবর দিয়েছেন আইটিভির রাজনৈতিক বিষয়ক সম্পাদক রবার্ট পেস্টন।

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় পাওয়া যাওয়া নতুন ধরনের করোনা প্রতিরোধে টিকা কাজ করবে কী না, এ নিয়ে বিজ্ঞানীরা পুরোপুরি আত্মবিশ্বাসী হতে পারছে না।’এদিন সকালে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক জানান, করোনার নতুন ধরনটি নিয়ে তিনি চরমভাবে উদ্বিগ্ন। তবে বিষয়টি নিয়ে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের কাছে থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ সরকারের একজন উপদেষ্টার সূত্রে ব্রিটিশ টিভি চ্যানেল আইটিভির সাংবাদিক পেস্টন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনটিতে টিকা কার্যকরী না হওয়ার আশঙ্কা থেকে ম্যাট হ্যানকক এ উদ্বেগ প্রকাশ করেছেন।’দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনে টিকার কার্যকারিতা নিয়ে বিজ্ঞানীরা সন্দেহ প্রকাশ করায়, যুক্তরাজ্যের স্ট্রেইন নিয়ে মূলত এ উদ্বেগ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর।

সম্প্রতি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন দুইটি স্ট্রেইন শনাক্ত হওয়ায় বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। যার জেরে দেশ দুইটির সঙ্গে ফ্লাইট বাতিল করেছে অনেক দেশ। তবে এর মধ্যে দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনকে ভিন্নভাবে দেখছেন বিজ্ঞানীরা। তাদের মতে, দেশটি জুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে এটি শুধু ভিন্নই না, স্পাইক প্রোটিনের মধ্যে এর বৈচিত্র্যপূর্ণ মিউটেশনও ঘটেছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন