ফেনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

” বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি”- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিশু নিকেতন কালেক্টরেট স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

 

এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মো. মনজুরুল ইসলাম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণ পদ সাহা।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ  সুমনী আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ,ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁঞা,  শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।

 

জেলা প্রশাসনের সহকারি কমিশনার উম্মে তাহমিনা মিতুর সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার আবদুল্লাহ আল মামুন, আফরোজা আফসান, রজত বিশ্বাস, সজল কুমার দাস, শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম।

 

শেষে মেলায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন