ফেনীতে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ফেনীতে তিনদিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি

সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।  মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ফেনী শিশু

নিকেতন কালেক্টরেট স্কুলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো:

ওয়াহিদুজজামান।

‘বিজ্ঞান ও প্রযুক্তি : অগ্রগতির মূল শক্তি’ প্রতিপাদ্য

বিষয়কে সামনে রেখে মেলায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার

নূরুন্নবী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সদর

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সদর উপজেলা নির্বাহী

কর্মকর্তা নাসরীন সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন শিশু নিকেতনের প্রধান

শিক্ষক শফিউল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তারের

সভাপতিত্বে ও শিশু নিকেতনের সহকারি শিক্ষক মো: মামুনুর রশিদের সঞ্চালনায়

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী

মানিক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: ইউছুফ আলী, অতিরিক্ত জেলা

প্রশাসক (রাজস্ব) ও শিশু নিকেতন কালেক্টরেট স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি

সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম জাকারিয়া, সদর উপজেলা

সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম প্রমুখ অংশ নেন।

মেলার আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষা

প্রতিষ্ঠানের ৩৭টি স্টল অংশ নিয়েছে। মেলা চলাকালে বিজ্ঞান অলিম্পিয়াডে

১২টি দল, বিতর্ক প্রতিযোগিতায় ১২টি দল ও উপস্থিত বক্তব্যে ১২টি দল অংশ

নেবে। মেলায় প্রতিদিন একাধিক বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন