পেরুর বিপক্ষে ব্রাজিলের জয়ে নেইমারের হ্যাটট্রিক

Brazil's Neymar celebrates after scoring against Peru during their 2022 FIFA World Cup South American qualifier football match at the National Stadium in Lima, on October 13, 2020, amid the COVID-19 novel coronavirus pandemic. (Photo by Paolo AGUILAR / various sources / AFP)

দুর্দান্ত নৈপুণ্য দেখালেন নেইমার। তারকা এই ফুটবলারের হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে বড় জয় পেয়েছে ব্রাজিল। বুধবার বাংলাদেশ সময় সকালে লিমায় অনুষ্ঠিত ম্যাচটিতে ৪-২ ব্যবধানের জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিজয়ীদের হয়ে নেইমারের হ্যাটট্রিক ছাড়াও অপর গোলটি করেন রিশার্লিসন।

শুরুতে পিছিয়ে পড়লেও প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে একচ্ছত্র আধিপত্য দেখায় ব্রাজিল। পেরু ৩৪ শতাংশ সময় বল দখলে রাখে; বিপরীতে ৬৬ শতাংশ বল দখলে রাখে তিতের দল। পেনাল্টি থেকে গোল করে ম্যাচের ২৮তম মিনিটে সমতা ফেরায় নেইমার। ম্যাচের ৫৯তম মিনিটে ফের এগিয়ে যায় পেরু। পাঁচ মিনিটের ব্যবধানে ব্রাজিলকে ফের সমতায় ফেরান রিশার্লিসন। আর ম্যাচের শেষ দিকে দুই গোল করে অতিথি দলের বিশাল জয় নিশ্চিত করেন নেইমার।

পাঁচ দিন আগে নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা করে ব্রাজিল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট ও গোল ব্যবধান বেশি নিয়ে কনমেবল অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে দলটি। সমান পয়েন্ট থাকলেও গোল সংখ্যায় পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে আর্জেন্টিনা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন