করোনা শনাক্তে টানা ৩ দিন বিশ্ব রেকর্ড

নভেল করোনাভাইরাস শনাক্তের বৈশ্বিক হিসাবে বৃহস্পতি, শুক্র এবং শনিবার টানা তিন দিন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ২ অক্টোবরের রেকর্ড ভেঙে গত বৃহস্পতিবার গোটা পৃথিবীতে ৩ লাখ ৩৮ হাজার ৪০৮ জন শনাক্ত হন। একদিন বাদে শুক্রবার পাওয়া যায় ৩ লাখ ৫০ হাজার ৭৬৬ জন। শনিবার শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৩ লাখ ৮৩ হাজার ৩৫৯ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ১৬১ জনে। সুস্থ ২ কোটি ৮১ লাখ ১১ হাজার ৯৫১ জন। মারা গেছেন ১০ লাখ ৭৭ হাজার ৪৫৮ জন। আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৯ হাজার ২৮২ জন। সুস্থ ৫০ লাখ ৮৯ হাজার ৮৪২ জন।

ভারতে ১ লাখ ৮ হাজার ৩৭১ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭০ লাখ ৫১ হাজার ৫৪৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬০ লাখ ৭৪ হাজার ৮৬৩ জন। ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ২৩৬ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫০ লাখ ৯১ হাজার ৮৪০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৭২২ জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন