আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।শনিবার সকাল ৭টার দিকে সীতাকুন্ড উপজেলার বড় দারোগারহাট ওজন স্কেলের ১০০ গজ দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আল্লামা আহমদ শফীর জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে কয়েকজন যুবক ঢাকা থেকে মাইক্রোবাসযোগে চট্টগ্রামের হাটহাজারীতে যাচ্ছিলেন।
তাদের বহনকারী গাড়িটি সীতাকুন্ডের বড় দারোগারহাট ওজন স্কেলের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের আসনে থাকা দুজন গুরুতর আহত হন ও ভেতরের আসনে থাকা অন্য তিনজন সামান্য আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত দুজনকে চমেকে প্রেরণ করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেন কুমিরা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইদুল ইসলাম।