২১ লাখ মানুষের করোনা জয় এক সপ্তাহে

এক সপ্তাহে বিশ্বব্যাপী প্রায় ২১ লাখ মানুষ নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। কয়েক মাসের ভেতর সুস্থতার সাপ্তাহিক হিসাবে এটি ইতিবাচক নজির। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা পৃথিবীতে ১ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন নতুন রোগটি থেকে মুক্তি পেয়েছেন। মোট রোগীর সংখ্যা ২ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৯৪৪ জন। মারা গেছেন ৮ লাখ ৬১ হাজার ২৩৪ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬২ লাখ ৫৭ হাজার ৫৭১ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৮ হাজার ৯০০ জন। সুস্থ ৩৪ লাখ ৯৬ হাজার ৯১৩ জন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ২২ হাজার ৬৮১ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৯ লাখ ৫২ হাজার ৭৯০ জন।তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৬৬ হাজার ৪৬০ জনের।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৪৮ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ২৯৯ জন। মেক্সিকোয় শনাক্ত রোগী ৬ লাখ হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৬৫ হাজার ২৪১ জন মারা গেছেন সেখানে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন