অনেক দেশে করোনা কমছে: ডব্লিউএইচও

দক্ষিণ এশিয়া বাদে বিশ্বের অধিকাংশ দেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। সংস্থাটির আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতিশিদো মোতি মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্বের অনেক দেশে মনে হচ্ছে করোনাভাইরাস কমেছে।’

‘ইউরোপিয়ান অঞ্চলে গত তিন সপ্তাহ ধরে নতুন রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কম। পড়তির দিকে মৃত্যুর সংখ্যাও।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ীও এ কথার সত্যতা মিলছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী ১৭ লাখ ৪২ হাজার ৯৭৬ জন রোগী পাওয়া গেছে। যা তার আগের সপ্তাহের তুলনায় প্রায় এক লাখ কম।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, মোট রোগীর সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৩৩৩ জন। মারা গেছেন ৮ লাখ ২৩ হাজার ২৭৮ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৩৭৭ জন। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে। আক্রান্ত ও শনাক্তের তালিকায় তিন নম্বরে থাকা দেশটিতে মোট ৩২ লাখ ৩১ হাজার ৭৫৪ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৫৯ হাজার ৬১২ জনের। এই অঞ্চলে জুলাইয়ের শেষ দিক থেকে রোগী বাড়তে শুরু করে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন