লিবিয়ার যাওয়ারা উপকূলে নৌকা ডুবির ঘটনায় আরও ২২ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আলজাজিরার খবর। জাতিসংঘের অভিবাসন সংস্থা-আইওএম’র ধারণা, ভূমধ্যসাগরে গত সপ্তাহে ইঞ্জিন বিস্ফোরণ হয়ে নৌকাডুবির শিকার হন তারা।
এর আগে ওই ঘটনায় পাঁচ শিশুসহ ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। রবিবার আরও ২২ জন অভিবাসী ও শরণার্থীদের মরদেহ ভেসে আসে উপকূলে। এদিন জেনেভায় আইওএম’র মুখপাত্র সাফা সেহলি এএফপিকে জানান, গত সপ্তাহের নৌকাডুবির ঘটনায় প্রাণহানি হয়ে থাকতে পারে তাদের।
তিনি বলেন, আজ ভেসে আসা মরদেহগুলো সবাই পুরুষ। তারা কোন দেশের নাগরিক, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ওই নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৩৭ জন আরোহীকে। উদ্ধারকৃতরা অধিকাংশই সেনেগাল, মালি, চাদ এবং ঘানার নাগরিক। স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন। আইওএম জানায়, সর্বশেষ ঘটনাসহ চলতি বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪৯৭ জনের প্রাণহানি ঘটেছে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মৃত্যুর শিকার হয়েছে অন্তত ২০ হাজার জনের বেশি।