জাতীয় দল নিয়ে আজেবাজে কথা না বলার অনুরোধ মামুনুলের

জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স ভালো নয় এবং জাতীয় দলের খেলোয়াড়রে আগের ফুটবলারদের মতো সামর্থ্যও নেই। ফুটবলের অন্যসব ক্ষেত্রে অগ্রগামিতা থাকলেও জাতীয় দল ভালো রেজাল্ট করতে না পারায় সব অর্জন ঢাকা পড়ছে- দীর্ঘদিন ধরেই ফুটবলারদের নিয়ে এমন সমালোচনা হচ্ছে; কিন্তু জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় মামুনুল ইসলাম এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, ‘জাতীয় দলের খেলা আগের চেয়ে উন্নতি হয়েছে। যারা খেলা দেখেন তারাই বুঝতে পারবেন সেটা।’ এক ভিডিও বার্তায় আজ এ কথা বলেছেন তিনি।

জাতীয় দল ও আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম বলেন, ‘এখনকার জাতীয় দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে যারা আজেবাজে কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, কিছুদিন আগের ও সাম্প্রতিক সময়ের ম্যাচগুলো যদি দেখে থাকেন তাহলে জাতীয় দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে পারবেন।

কাতারের মতো দেশকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ওঠা আমাদের ফুটবলের বড় অর্জন। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো আমরা ভালো খেলেছি। হারলেও শেষ মুহুর্তে গোল খেয়ে। এ ম্যাচগুলো যারা দেখেছেন তারাই বলতে পারবেন জাতীয় দলের কতটা উন্নতি হয়েছে। যারা ম্যাচ দেখেনি তারা বলতে পারবে না। ’

মামুনুল ইসলাম আরো বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ পারফরম্যান্স ছিল আমাদের। ভারতের মাটিতে তাদের বিপক্ষে জিততে জিততে ড্র হয়েছে। কাতারের বিরুদ্ধে শেষ মুহুর্তে গোল না খেলে হারের ব্যবধান কম হতো। গোল মিস না হলে ড্রও হতে পারতো। এ সবকিছুই পেশাদারিত্ব ও উন্নতিরই দৃষ্টান্ত।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক সবাইকে অনুরোধ করে আরো বলেন, ‘ইতিবাচকভাবে সাপোর্ট করুন, যেনো খেলোয়াড়রা অনুপ্রেরণা পান। অক্টোবরে এএফসি ও বিশ্বকাপ বাছাইপর্বসহ আগামী দিনের ম্যাচগুলোতে মাঠে এসে খেলা দেখুন এবং সব ধরনের নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন।’

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন