নেপালের পার্লামেন্টে ভারতীয় এলাকা যোগ করে নতুন মানচিত্রের অনুমোদন

ভারতের সঙ্গে লাদেখ সীমান্ত নিয়ে চীনের মুখোমুখি অবস্থানের মাঝেই নেপাল মাথাচাড়া দিয়ে ওঠলো। ভারতের নিয়ন্ত্রণাধীন উত্তরাখণ্ডের তিন অঞ্চল লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখিয়ে নেপালের পার্লামেন্টে নতুন মানচিত্র অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) নেপালের ৫৯ আসনের উচ্চকক্ষ ন্যাশনাল এসেম্বলিতে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল ৫৭ ভোটে পাস হয়েছে।

এ বিষয়ে নেপালের আইনমন্ত্রী শিব মায়া বলছেন, আমাদের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। আমরা ভারতের সঙ্গে বসে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এই বিরোধ নিষ্পত্তি করব।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নিজেদের বলে দাবি করে। নেপাল এই নতুন মানচিত্র প্রকাশ করে। যা বৃহস্পতিবার নেপালের সর্বোচ্চ কাউন্সিলে পাশ করা হয়।

এদিকে ভারতীয় তিনটি এলাকাকে নেপাল নিজেদের দাবি করে মানচিত্র তৈরির নিন্দা জানিয়ে ও দাবি প্রত্যাখ্যান করে নভারত জানিয়েছে, এটা অনাকাঙ্খিত। এই দাবির কোনো ঐতিহাসিক ভিত্তি এবং প্রমাণ নেই।

কোনো ধরনের আলোচনা ছাড়াই নেপাল এমন পদক্ষেপ যুক্তিসঙ্গত নয় বলে প্রতিবাদ জানায় ভারত সরকার।

ভারতের এই প্রতিবাদকে অগ্রাহ্য করে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তিনটি অঞ্চল নেপালের- এ দাবিতেই অটল থাকাএবং ‘ভারতের দখলে’ থাকা এ এলাকাগুলোকে ফিরিয়ে আনার দৃঢ়সংকল্পের কথা জানান।

চীন-ভারতের সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই নেপালের এই দাবি প্রতিবেশি দেশ দুটোর কূটনৈতিক মহলে তৈরি করেছে বাড়তি উত্তেজনা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন