গবেষণায় চমকপ্রদ তথ্য, রোনালদোর চেয়ে দ্বিগুণ এগিয়ে মেসি

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? গত এক যুগ ধরেই এ প্রশ্নে বিভক্ত গোটা ফুটবল বিশ্ব। কারও কাছে রোনালদোই শেষ কথা, আবার অনেকেই মনে করেন মেসির ওপরে থাকতে পারে না কেউই। এমনকি কিংবদন্তি ফুটবলার পেলে পর্যন্ত দ্বিধায় পড়ে যান মেসি-রোনালদোর প্রশ্নে।

এটা এমন একটা আলোচনা যার কখনও সন্তোষজনক সমাপ্তি হয় না। তবে সম্প্রতি এক গবেষণায় মিলেছে সেরার প্রশ্নের উত্তর। যেখানে দাবি করা হচ্ছে, পর্তুগিজ সুপারস্টার রোনালদোর চেয়ে দ্বিগুণ এগিয়ে আর্জেন্টাইন জাদুকর মেসি।

বেলজিয়ামের ক্যাটোলিকা ইউনিভার্সিটির সহযোগিতায় সাইন্টিফিক স্পোর্টসের গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। সকার লা ডুমা’র বরাত দিয়ে এ খবর ছেপেছে যুক্তরাষ্ট্রের খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টবাইবেল।

এ গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে মেসি-রোনালদোর সেরা সময়ের পরিসংখ্যান। স্প্যানিশ লা লিগায় থাকাকালীন ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন রোনালদো, একইসময়ে পাল্লা দিয়ে গোল করেছেন মেসিও। তাই গবেষণার কাজে বিবেচনা করা হয়েছে ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সময়।

এ সময়ের গোল-এসিস্টসহ ম্যাচের অন্যান্য সব ফ্যাক্টর বিবেচনায় এনে রেটিং দেয়া হয়েছে মেসি ও রোনালদোকে। যেখানে মেসি পেয়েছেন ১.২১ এবং রোনালদো পেয়েছেন তার প্রায় অর্ধেক ০.৬১। এ গবেষণাই মূলত দাবি করছে মেসি রোনালদোর চেয়ে দ্বিগুণ এগিয়ে।

প্রফেসর হেসে ডেভিস এ গবেষণার কাজে ব্যবহৃত ফ্যাক্টরগুলো বিশ্লেষণ করে বলেছেন, ‘গোল সবসময় দুর্লভ একটা বিষয়। তবে আমরা বিবেচনায় রেখেছি একটি ম্যাচে হওয়া প্রায় ১৬০০টি ঘটনা। যার মধ্যে রয়েছে শট, পাস, ড্রিবল, ট্যাকলসহ প্রায় সবকিছু। এগুলোর মান হিসেব করেই করা হয়েছে এই গবেষণা।’

গবেষণার ফল মেসির পক্ষে আসলেও দলীয় সাফল্যে তখন একদমই পিছিয়ে ছিলেন না রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয় তো কথা বলে রোনালদোর পক্ষেই।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন