‘মেসি-রোনালদোকে একসঙ্গে খেলতে দেখা সৌভাগ্যের বিষয়’

সন্দেহাতীতভাবেই বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। সেরার প্রশ্নে হয়তো একেকজনের একেক মতামত থাকবে। তবে সেরা দুজন বেছে নিতে বললে একবাক্যে সবাই বলবেন মেসি ও রোনালদোর কথাই।

গত এক যুগের বেশি সময় ধরে জাদুকরী পারফরম্যান্সের গোটা ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন তারা দুজনে। একসঙ্গে এদের খেলা দেখতে পারাটাকে তাই সবার জন্য সৌভাগ্যের বিষয় হিসেবেই দেখছেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ বার্নার্দো সিলভা।

সম্প্রতি এক পডকাস্টে রোনালদোর ব্যাপারে জানতে চাওয়া হলে সিলভা বলেন, ‘আমার নাতি-নাতনীদের কাছে গল্প করতে পারব যে, আমি ক্রিশ্চিয়ানোর গোলেও এসিস্ট করেছি। সে মাঠ এবং মাঠের বাইরে একজন অনুকরণীয় দৃষ্টান্ত। পর্তুগালের হয়ে আমরা সকালে অনুশীলন করি। বিকালে সবাই প্লে স্টেশনে গেম খেলি। কিন্তু সে তখন জিমে চলে যায়। যখনই বড় কোন সময় তাকে প্রয়োজন পড়ে, সে এগিয়ে আসে।’

এসময় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় মেসি নাকি রোনালদো? এর উত্তর সরাসরি দেননি সিলভা, ‘এটা এমনটা তর্ক যেটা আসলে তর্কযোগ্য নয়। আমি মনে করি, একসঙ্গে এ দুইজনের খেলা দেখতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। তারা বিশ্বের সেরা খেলোয়াড়দের দুইজন, যদি না তারাই সেরা দুই খেলোয়াড় হয়ে থাকে।’

সিলভাকে জিজ্ঞেস করা হয়, যদি তার সবসময়ের সতীর্থদের নিয়ে পাঁচজনের দল বানাতে বলা হয়, তিনি কাকে নেবেন? উত্তরে এ মিডফিল্ডার ছয়জনকে বেছে নিয়ে বলেন, ‘এডারসন (গোলরক্ষক), রিকার্ড কারভালহো (ডিফেন্ডার), আমি নিজে, ফার্নান্দিনহো অথবা ফাবিনহো (ডিফেন্সিভ মিডফিল্ডার) ও আক্রমণে ক্রিশ্চিয়ানো এবং কাইলিয়ান এমবাপে।’

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন