মোহাম্মদ নাসিমের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশকে একটি স্বাধীন, স্বার্বভৌম রাষ্ট্র গঠনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অগ্রণী ভূমিকা বাঙালি জাতি চিরকাল স্মরণে রাখবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে ব্যথিত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমার জেলা গাজীপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার পরিবার-পরিজনসহ সকলকে গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন মরহুমের পরিবারকে এ শোক সইবার শক্তি দান করেন।’

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন