আফগানিস্তানের হাসপাতালে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের হাসপাতালের প্রসূতি বিভাগে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। খবর: বিবিসি বাংলা।

মারা যাওয়াদের সবাই নতুন সন্তান হওয়া মা, হাসপাতালের নার্স এবং নবজাতক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ঐ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে।

হাসপাতালে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় সময় সকাল ১০টায় শুরুতে দু’টি বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পায় তারা।

হাসপাতাল থেকে পালাতে সক্ষম হওয়া এক ডাক্তর বলেন, সে সময় প্রায় ১৪০ জন ছিলেন হাসপাতালের ভেতরে। সেখানকার প্রসূতি বিভাগটি পরিচালনা করে আন্তর্জাতিক স্বাস্থ্য দাতব্য সংস্থা মেদিস সাঁ ফ্রঁতিয়ে (এমএসএফ)। সেখানে তখন কয়েকজন বিদেশি নাগরিকও কাজ করছিলেন।

সংবাদ সংস্থা এএফপি’কে ঐ চিকিৎসক জানান, যখন হামলা শুরু হয়, তখন ‘তীব্র আতঙ্ক’ ছড়িয়ে পড়ে হাসপাতালের ভেতর।

এমএসএফ’এর বরাত দিয়ে এএফপি জানায়, যখন হামলা হচ্ছিল তখন এক নারী সন্তান জন্ম দিচ্ছিলেন।

রয়টার্স জানায়, জয়নব নামের আরেক নারী হামলার কিছুক্ষণ আগে সন্তান প্রসব করেন। বিভিন্ন জটিলতা থাকায় সন্তান জন্ম দিতে সাত বছর অপেক্ষা করতে হয়।

মঙ্গলবার সদ্যভূমিষ্ঠ সন্তানকে রেখে জয়নব যখন বাথরুমে গিয়েছিলেন, তখনই বাইরে ব্যাপক গণ্ডগোলের আওয়াজ শুনে তড়িঘড়ি বের হয়ে আসেন। ফিরে এসে তার চার ঘণ্টা বয়সী সন্তানকে মৃত দেখতে পান।

ঘটনাস্থল থেকে আফগানিস্তানের স্পেশাস ফোর্স তিনজন বিদেশিসহ প্রায় ১০০ জন নারী ও শিশুকে উদ্ধার করে বলে জানায় কর্তৃপক্ষ।

পুলিশের পোশাক পরে হাসপাতালে প্রবেশ করা তিন হামলাকারীই গোলাগুলিতে মারা গেছে বলে জানানো হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন