কোকেন চোরাকারবারি সন্দেহে ফুটবলার কঙ্গোকে জিজ্ঞাসাবাদ

কোকেন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আটক হয়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার এডউইন কঙ্গো। মঙ্গলবার তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে অবশ্য ছেড়ে দিয়েছে স্প্যানিশ পুলিশ।

মাদ্রিদে ৪৩ বছরের কঙ্গোকে জিজ্ঞাসাবাদ করেছে মাদক পাচার বিষয়ক বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা। তদন্তের জন্য পুলিশ গ্রেপ্তার করে আরো দশজনকে।

কলম্বিয়ান ক্লাব ওন্স কালদাস থেকে ১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখিয়ে ছিলেন কঙ্গো। কিন্তু স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি তার। বেশির ভাগ সময় সান্টিয়াগো বার্নাব্যু থেকে ধারে খেলেছেন রিয়াল ভ্যালাদোলিদ, পর্তুগালের ভিটোরিয়া গুইমারায়েস ও ফ্রান্সের এফসি তুলোতে।

২০০২ সালে কঙ্গো যোগ দেন লেভান্তে। স্প্যানিশ ফুটবলে নিজের ক্যারিয়ারের সেরা সময়টা কাটান এখানেই। পরে খেলেন স্পোর্টিং গিজন ও রিক্রিয়েটিভো হুয়েলভার হয়ে। কলম্বিয়ার জাতীয় দলের হয়ে কঙ্গো খেলেছেন ১৭টি ম্যাচ। ১৯৯৯ ও ২০০৪ সালে অংশ নেন কোপা আমেরিকায়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন