ই-মেইলের সমস্যা দূর করল মাইক্রোসফট

মাইক্রোসফটের অফিস ৩৬৫ এ নতুন একটি আপডেট এসেছে। এই আপডেটের ফলে প্রতিষ্ঠানটির মেইলে বহু পুরনো একটি সমস্যা দূর হলো। আগে মেইলের ‘রিপ্লাই অল’ফাংশনটির গ্রাহকদের ভূগিয়েছে। এখন থেকে সমস্যাটি আর রইল না। সম্প্রতি এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে মাইক্রোসফট।

এজন্য মাইক্রোসফট মেইল রিপ্লাই অল স্টম প্রটেকশন যুক্ত করেছে। এই ফিচারের ফলে রিপ্লাই অল অপশনটি ব্লক থাকবে। আগে এই ফাংশনটির ফলে মেইলের সকল সেন্ডার ও রিসিভারের কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা বা রিপ্লাই মে ইল চলে যেতে। এতে করে অনেকেই বিরক্ত হয়েছে স্পাম কিংবা সেন্ডারকে ব্লক করে রাখত।

মাইক্রোসফটের এই ফিচারটি এখন চালু হলেও এটি ঘোষণা করা হয়েছিল ২০১৯ সালে। যদিও ১৯৯৭ সাল থেকে মাইক্রোসফট ব্যবহারকারীরা সমস্যাটির কথা জানিয়ে আসছিল। এতবছর পর সমাধান এলো।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন