কুষ্টিয়ায় শপিং চলছে পুরোদমে

সকাল থেকে কুষ্টিয়া শহরের এনএস রোড, বড়বাজার এলাকা ঘুরে দেখে বোঝা যাচ্ছে মানুষ করোনা ভাইরাস কে ভয় করলেও ঈদের আনন্দটা কিছুটা হলেও উপভোগ করতে চায়।
শহরে অটোরিকশা চলাচলে প্রশাসনের কঠোরতার কারণে মানুষ পায়ে হেটেই কেনাকাটা করছে। প্রায় সকল দোকানেই যথেষ্ট পরিমাণ লোকসমাগম রয়েছে। তবে পাশাপাশি রয়েছে পুলিশের কঠোর নজরদারি। রয়েছে প্রতিটি দোকানে হাত ধোয়া এবং মাস্ক পরে দোকানে আসার কঠোর বিধি নিষেধ। এতো কঠোর বিধি নিষেধাজ্ঞার পরেও মানুষের বাজারে আসা এবং লোক সমাগমে এসে কেনাকাটা করতে কোন অনিহা নেই।
কিছু কিছু মানুষের বক্তব্য আবার ভিন্নও রয়েছে, তাদের কথা মতে পেট বাচলে না ঈদ, তারা আছে কিছু আয় রোজগারের সুযোগে। সব মিলিয়ে কুষ্টিয়া শহরের মানুষ করোনা ভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়েই চলাচল করছে। এর আগে (৯ মে) শনিবার কুষ্টিয়া প্রশাসন দোকান খোলা এবং ব্যবসা করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধাজ্ঞা দিয়ে দেয়। দোকান মালিকরা সেটা মেনেই (১০ মে) রবিবার থেকে দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু করে।
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন