হুয়াওয়ে আনল নতুন ট্যাবলেট

দুটি নতুন স্মার্টফোনের সঙ্গে নতুন ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে। এই ট্যাবের মডেল হুয়াওয়ে মেটপ্যাড টিএইট। আপাতত রোমানিয়ায় এই ট্যাবলেট লঞ্চ করেছে চীনের সংস্থাটি। নীল রঙের এই ট্যাবলেটে ডিসপ্লের চারপাশে তুলনামূলক চওড়া বেজেল থাকছে। ট্যাবলেটের পিছনে থাকছে একটি মাত্র ক্যামেরা। জুন থেকে এই ট্যাবলেট বিক্রি শুরু করবে হুয়াওয়ে।

জুন থেকে নীল রঙে রোমানিয়ায় এই ট্যাবলেট বিক্রি শুরু হবে। একাধিক অনলাইন স্টোর থেকে বুকিং করা যাবে।

ট্যাবটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে ইএমইউআই স্কিন চলবে। এই ট্যাবলেটে রয়েছে একটি ৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। সঙ্গে রয়েছে মিডিয়াটেক এমটিকে৮৭৬৮ চিপসেট, ২ জিবি র‌্যাম। ১৬ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভার্সনে এই ট্যাবলেট পাওয়া যাবে।

হুয়াওয়ে মেটপ্যাড টিএইটে রয়েছে ৫১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে এই ট্যাবলেটে ১২ ঘণ্টা ভিডিও দেখা যাবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন