জার্মানিতে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বুধবার দেশটির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট (আরকেআই) জানিয়েছে, দেশটিতে নতুন করে আরও ৯৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ফলে দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৮০৭ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২৪ হাজার ৯১৪টি। অপরদিকে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১ হাজার ৯১৪ জন। এদিকে, মঙ্গলবারের হিসাব অনুযায়ী দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৫৫ জন।