মাগুরার এ্যাথলেট হালিম ইতি পূর্বে ৩টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে সক্ষম হয়েছে এবং দেশের জন্য সুনাম বয়ে এনেছে৷ এই লকডাউনের কারণে খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তাই সে নিজেই চলতে পারছে না এবং আশে পাশের গরীব দুঃখীদের সহযোগীতা করার জন্য তার ৩ বার রেকর্ড জয়ী অমূল্য সম্পদ (৩য় রেকর্ডের) বাই সাইকেলটি সে নিলামে তুলতে চায়।
তাই সে সমাজের হৃদয়বান ও বৃত্তবান ব্যক্তিদের কাছে, এই বাই সাইকেলটি বেশি অর্থে কেনার জন্য অনুরোধ জানিয়েছেন ।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত বাই সাইকেলটি ক্রয় করতে চান তবে, নিলামের জন্য নিম্নেবর্ণিত এই নাম্বারে যোগাযোগ করুন +8801911573083
বার্তা প্রেরক :
জিহাদ হাসান
মাগুরা জেলা প্রতিনিধি