৮০ বছরের বৃদ্ধের জীবন বাঁচল অ্যাপল ওয়াচে

হাসপাতালের ইসিজি মেশিন যখন ব্যর্থ হয় তখন অ্যাপল ওয়াচের ইসিজি ফিচার ৮০ বছরের বৃদ্ধের জীবন বাঁচাতে সাহায্য করেছে।

ইউরোপিয়ান হার্ট জার্নালের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, অ্যাপল ওয়াচের ইনবিল্ট (ইলেক্ট্রোকার্ডিগ্রাম) ইসিজি ফিচার ৮০ বছরের একজন রোগীর গুরুতর স্বাস্থ্য ঝুঁকি শনাক্ত করে। কিন্তু এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইসিজির তথ্য মতে রোগীকে সুস্থ ঘোষণা করে। তবে সেই রোগী তার শারীরিক দুর্বলতা, চোখে ঝাপসা দেখা এবং বুকে ব্যথার কথা হাসপাতালকে জানান।

এর আগে, হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের ইলেক্ট্রোগ্রাম টেস্ট রিপোর্টে বলা হয় রোগীর অবস্থা স্বাভাবিক আছে। তখন তিনি (রোগী) তার অ্যাপল ওয়াচের ইসিজি রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষকে দেখান।

পরবর্তীতে তার অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসা দিয়ে সারিয়ে তোলা হয়।

অ্যাপল ওয়াচের প্রশংসা করে কার্ডিয়োলজিস্টরা জানান, প্রযুক্তির উন্নয়নের ফলে স্মার্ট ডিভাইস এখন রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যাপল ওয়াচের মোবাইল অ্যাপসটি ইনস্টল করে ঘড়িতেই ট্যাপ করে ইসিজি করা যায়। পরবর্তীতে এর একটি পিডিএফ রিপোর্ট ফোনের অ্যাপ থেকে ডাউনলোড করে পর্যালোচনা করা যায়।

সম্প্রতি এক প্রতিবেদনে অ্যাপল জানায়, তাদের পরবর্তীতে অ্যাপল ওয়াচ সিরিজ ৬ তে ‘পালস অক্সিমিটার’ এবং স্ট্রেস লেভেল পরিমাপের ফিচার যুক্ত হতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন