অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে উঠেছে দোয়ারাবাজার কৃষি অফিসে

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে বাংলাদেশের হাওর অঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার নির্দেশ থাকলেও দোয়ারাবাজার কৃষি অফিসে অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে উঠেছে।
এক একজন কৃষক একটি কার্ড দেওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে একজন কৃষকের কাছ থেকে একটি কার্ড না নিয়ে উপজেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসারগণ টাকার বিনিময়ে একজন ব্যবসায়ীর কাছ থেকে ১০০-২০০ কার্ড সংগ্রহ করছেন।
এমতাবস্থায় চিত্তরঞ্জন দাস বলেন, আমাকেসহ কয়েকজন কৃষককে অফিসে নিয়ে গেলে কৃষি অফিসের কর্মকর্তা “হুমকি-ধামকি ও লাঞ্ছিত করে আবার বলতেছে আমাদের মনে যা হয় আমরা তাই করব, তোরা যা পারোস করিস।”
এদিকে দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন উনার সাথে কথা বলেও কোন লাভ হয়নি।
অফিসে কিছু স্থানীয় কর্মচারী থাকায় অনেকদিন যাবৎ প্রভাব খাটিয়ে যাচ্ছেন। ওরা এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ায় সহজ-সরল কৃষকরা কিছু বলতে পারছেন না। উপরোক্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

বার্তা প্রেরক :

হাছান আলী
দোয়ারাবাজার প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন