কৃষকের পণ্য পরিবহনে চালু হচ্ছে বিশেষ পার্সেল ট্রেন

দেশে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে গণপরিবহন। এতে কৃষকের উৎপাদিত পণ্যসামগ্রী, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনে সমস্যা হচ্ছে। এ অবস্থায় কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেল কর্তৃপক্ষ বলছে, আগামীকাল শুক্রবার (১ মে) থেকে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন