বিদেশি গণমাধ্যমে দেশের ত্রাণ চুরি নিয়ে প্রতিবেদন

করোনা পরিস্থিতিতে চলা বিভিন্ন ত্রাণ চুরির বিষয় নিয়ে এবার সংবাদ প্রকাশিত হয়েছে বিদেশি গণমাধ্যমে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ বাংলাদেশসহ আরো কিছু দেশ নিয়ে করোনার সময়ের করা দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

‘A pandemic of corruption: $40 masks, questionable contracts, rice-stealing bureaucrats mar coronavirus response’—শিরোনামে এই প্রতিবেদনের মধ্যে আছে বাংলাদেশ, রোমানিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়ার কথা।

করোনা পরিস্থিতিতে বাংলাদেশের চাল কেলেঙ্কারি পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও লকডাউন চলছে।

লকডাউনের ফলে কর্মহীন মানুষ ক্ষতির মুখে পড়েছেন। লকডাউনে ঘরে আটকা পড়া মানুষজনের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে বাংলাদেশ সরকার। সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষজনের জন্য ঐ খাদ্য সহায়তা কর্মসূচি হাতে নেওয়া হলেও ৬ লাখ পাউন্ড বা ৬ কোটি ৩০ লাখ টাকার (২ লাখ ৭২ হাজার কেজি) চালের হদিস পাওয়া যাচ্ছে না।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, প্রায় ৫০ জন আমলা ও স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে রয়েছে বেশি দামে পুনরায় চাল বিক্রির অভিযোগ।

সরকার অবশ্য তাদেরকে বাদ দিয়ে ত্রাণ পরিকল্পনা ঢেলে সাজিয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন