১৩ শর্তে সৌদিতে আজ থেকে চালু হচ্ছে শপিংমল

<> on June 20, 2018 in Riyadh, Saudi Arabia.

করোনাভাইরাসে প্রাণহানি নিয়ন্ত্রণে আসায় মাস পর আজ থেকে সৌদি আরবে চালু হচ্ছে শপিংমল। ১৩ শর্তে এসব বিপণিবিতান খুলে দেয়া হচ্ছে।

শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- প্রতি ফ্লোরে ওঠানামার জন্য সিঁড়ি ও এসক্যালেটর ব্যবহার করতে হবে। একান্তই বাধ্য হলে লিফটে সর্বোচ্চ দুজন আরোহন করতে পারবেন।

শপিংমল খোলা থাকার সময়ে সব মলেই মেডিকেল পরীক্ষার এবং জীবাণুমুক্তকরণের ব্যবস্থা থাকতে হবে। শপিংমলের ফটক দিয়ে প্রবেশ করার স্থানেই সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। জ্বর থাকলে ঢুকতে দেয়া হবে না।

প্রবেশের সময় দর্শনার্থীর গ্লাভস ও মাস্ক আছে কিনা, সেটি নিশ্চিত করতে হবে।

শপিংমলে সব প্রবেশপথে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা কর্মী মোতায়েন করতে হবে, যারা নিশ্চিত করবে যে সবাই মাস্ক পরে প্রবেশ করছে।

শপিংমলের ভেতরে সব বিনোদন কেন্দ্র ও শিশুদের খেলার স্থান বন্ধই থাকবে। ১৫ বছরের কম বয়সী শিশুদের শপিংমলে প্রবেশ করতে দেয়া যাবে না।

প্রতি ২৪ ঘণ্টায় একবার সম্পূর্ণ শপিংমল জীবাণুমুক্ত করতে হবে। যদি কারও কোভিড-১৯ শনাক্ত হয় বা থাকার আশঙ্কা পাওয়া গেলে মেডিকেল আইসোলেশনের জন্য আলাদা রুম বরাদ্দ রাখতে হবে এবং যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্তসংখ্যক নিরাপত্তারক্ষী রাখতে হবে। শপিংমলের ভ্যালে সার্ভিস বন্ধ রাখতে হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন