মুসলিমদের কাছে ক্ষমা চাইল দক্ষিণ আফ্রিকার পুলিশ

করোনা পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো দক্ষিণ আফ্রিকাতে মসজিদে নামাজ আদায় নিষিদ্ধ করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদে নামাজ আদায় করতে যান কিছু সংখ্যক মুসল্লি। পরে তাদের গ্রেফতার করে দেশটির পু্লিশ বাহিনী। খবর-বিবিসি

গ্রেফতার অভিযানের সময় একজন পুলিশ কর্মকর্তা মহানবী হযরত মোহাম্মদ (স.)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনা প্রকাশ পাওয়ার পর মুসলিমদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ বাহিনী।

এএফপির খবরে বলা হয়েছে, শনিবার দেশটির উত্তর-পশ্চিম মপুমালাঙ্গা প্রদেশে এই ঘটনা ঘটে। সেখান থেকে ২৪ জনকে গ্রেফতার করা হয়।ওই বাজে মন্তব্য করার ভিডিও এএফপির কাছে রয়েছে বলেও দাবি করা হয়।

পুলিশ বাহিনীর ব্রিগেডিয়ার বিষ্ণু নাইডু এক বিবৃতিতে বলেছেন, মহানবী (স.)কে নিয়ে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি বলেন, কেউ একজন এমন কথা উচ্চারণ করতে পারে, এটা অগ্রহণযোগ্য।

এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্তব্যকারীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন