সিলেটে ব্লাস্ট রোগে নষ্ট হচ্ছে বোরো ধান

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্লাস্ট রোগে প্রায় ৪ হাজার হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। এতে বিপুল ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাধবপুর উপজেলায় প্রায় ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রি-২৮ জাতের ধান রোপণ হয়েছে প্রায় ৪ হাজার হেক্টরে, ৪ হাজার ৮০০ হেক্টরে ব্রি-২৯ এবং বাকি জমিগুলোতে ব্রি-৫৮, ৮৯ ও ৮৮ জাতের ধান চাষ করা হয়েছে। চলতি মাসের শেষদিকে ব্রি-২৮ ধান গোলায় ওঠার কথা থাকলেও এসব ধানের শীষ লালচে ও সাদা হয়ে জমিতেই নষ্ট হয়ে গেছে। ব্লাস্ট রোগের কারণে ব্যাপক লোকসানে পড়েছেন কৃষকরা।

উপজেলার বেজুড়া গ্রামের বর্গা চাষি রকেট মিয়া, বাদল ও সঞ্জু রক্ষিত প্রমুখ জানিয়েছেন, ব্লাস্ট রোগে কয়েক হাজার একর জমির ব্রি-২৮ ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেছেন, ‘দুই বছর ধরে ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় আমরা ব্রি-৮১, ৮৪ ও ৮৮ ধান চাষে উদ্বুদ্ধ করছি। তারপরও অনেক কৃষক ব্রি-২৮ ধানের চারা রোপণ করে সময়মতো পরিচর্যা না করায় এবারও ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।’

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন