যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৫০ হাজার ছাড়াল

করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত মর্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৫০ হাজার ছাড়িয়ে গেছে; যা বিশ্বে এ ভাইরাসে মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও তিন হাজার ৩৩২ জন।

আমেরিকায় মৃত্যু বাড়লেও ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংক্রমণ ও প্রাণহানি দুটোই কমেছে। বৃহস্পতিবার স্পেনে এক মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। ৪০ দিন পর প্রথম মৃত্যুহীন দিন পার করেছে দক্ষিণ কোরিয়া।

ভারতে ৩৮৮ জেলাকে করোনামুক্ত ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে করোনার ভ্যাকসিন বা ওষুধ নিয়ে জোরেশোরে গবেষণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ।

ব্রিটেনে প্রথম করোনার ভ্যাকসিন নিলেন একজন নারী বিজ্ঞানী। ফ্রান্সে সিগারেটের নিকোটিন দিয়ে চিকিৎসার চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ১ হাজার ৬৫ জন। মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ২১৮ জন।

অবস্থা আশঙ্কাজনক ৫৮ হাজার ৬৯৬ জনের। সুস্থ হয়েছেন সাত লাখ ৭৫ হাজার ৯৮৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪৩৪ জন। মারা গেছেন ছয় হাজার ৬১৮ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর প্রাদুর্ভাব শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি ছিল বৃহস্পতিবার। এদিন দেশটিতে তিন হাজার ৩৩২ জন প্রাণ হারিয়েছেন, যা বিশ্বে একদিনে মৃত্যুর অর্ধেক।

দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ৯৮৮ জন। আক্রান্ত ৯ লাখ ৩ হাজার ৭৭৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ২৭ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

তবে আশার খবর যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রায় ৮৬ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। প্রায় ১৫ হাজারের বেশি মানুষের অবস্থা এখন আশঙ্কাজনক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে প্রকৃত আক্রান্ত মানুষের সংখ্যা এটা নয়। পর্যাপ্ত পরিমাণে করোনা পরীক্ষা করানো হলে দেশটির আক্রান্ত মানুষের সংখ্যা আরও অনেক বেশি হবে।

স্পেনে একদিনে সবচেয়ে কম মৃত্যু : করোনাভাইরাসের সংক্রমণের পর এক মাসের মধ্যে স্পেনে সবচেয়ে কমসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ২২ হাজার ৫২৪ জনে দাঁড়িয়েছে। একই সময় আক্রান্ত হয়েছে ছয় হাজার ৭৪০ জন। এর ফলে এখন মোট আক্রান্তের সংখ্যা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৭৬৪ জন।

২ এপ্রিল স্পেনে করোনায় মৃত্যু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ওই দিন ৯৫০ জন প্রাণ হারান। এরপরই কমতে শুরু করে মৃতের সংখ্যা।

ভারতে করোনামুক্ত ৩৮৮ জেলা : ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনা সংক্রমণের হার বেড়ে চললেও কিছুটা স্বস্তির খবর এসেছে। দেশটির ৯০ জেলায় অন্তত ১৪ দিনে নতুন কোনো আক্রান্তের খবর নেই।

এর মধ্যে আবার ১২ জেলায় গত ২৮ দিন কেউ নতুন করে সংক্রমিত হননি। এছাড়া আরও অনেক জেলায় কয়েক দিন ধরে সংক্রমণ পাওয়া যায়নি। সব মিলে অন্তত ৩৮৮ জেলা করোনামুক্ত। দেশটির বাকি ৩৩২ জেলায় করোনার সংক্রমণ রয়েছে।

এদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪৩৪ জন, মৃত্যু হয়েছে ৭৮০ জনের। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মারা গেছেন ২৬৯ জন। আক্রান্তের সংখ্যাও এখানে সবচেয়ে বেশি, পাঁচ হাজার ৬৫২ জন। গুজরাটে মৃতের সংখ্যা ১০৩, মধ্যপ্রদেশে ৮০ জন।

করোনা যুদ্ধে জয়ের পথে অস্ট্রেলিয়া : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে মাত্র ৮ জন আক্রান্ত হয়েছেন। প্রথমদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল।

কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের কারণে করোনা যুদ্ধে জয়ের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির পাঁচটি রাজ্য ও অঞ্চলে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। অপরদিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে মাত্র একজন আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুইন্সল্যান্ডে দু’জন এবং নিউ সাউথ ওয়েলসে পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হন। দেশটিতে এ পর্যন্ত ১৫ হাজার ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৮৭২ জনই সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫২২ জন।

দ. কোরিয়ায় ৪০ দিনে প্রথম করোনায় মৃত্যু নেই : দক্ষিণ কোরিয়ায় ৪০ দিনের মধ্যে প্রথমবার করোনায় কোনো মৃত্যু নেই। শুক্রবার কোরিয়া সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) এ খবর জানায়। এছাড়া টানা চার দিন করোনায় আক্রান্তের সংখ্যা এক অঙ্কের মধ্যেই ছিল।

দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭০৮ জন, মৃত্যু হয়েছে ২৪০ জনের। দক্ষিণ কোরিয়ার সরকার শুরু থেকেই করোনা পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। বেশি বেশি পরীক্ষার কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেসিডিসি।

ব্রিটেনে পরীক্ষামূলক ভ্যাকসিন : ব্রিটেনে মানবদেহে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রথমবারের মতো মানবদেহে করোনাভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করেন।

দু’জনের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এদের একজন হলেন এলিসা গ্রানাতু নামে এক বিজ্ঞানী। আরও প্রায় ৮০০ জনের দেহে ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হবে। অক্সফোর্ড বিজ্ঞানীদের মধ্যে গবেষণার নেতৃত্বে থাকা অধ্যাপক সারা গিলবার্ট জানান, তিনি নিশ্চিত করোনাভাইরাসের বিরুদ্ধে এ প্রতিষেধক কাজ করবে। এদিকে যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৪৬৪ জন, মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫০৬ জনের।

ফ্রান্সে নয়া পরীক্ষা : ফ্রান্সে সিগারেটের নিকোটিন দিয়ে করোনাভাইরাসের চিকিৎসার চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। প্যারিসের একটি শীর্ষ হাসপাতালের গবেষকরা ৩৪৩ জন করোনা আক্রান্তকে নিয়ে এ গবেষণা করেন। গবেষণায় দেখা যায়, নিকোটিন ভাইরাসকে কোষে পৌঁছতে বাধা দিতে পারে।

তবে গবেষকরা বলছেন, এটি এখনও বিশদভাবে প্রমাণিত হয়নি। দেশটিতে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮২৮ জন, মৃত্যু হয়েছে ২২ হাজার ২৪৫ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজারের বেশি আর মারা গেছেন ৫১৬ জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন