মৌলভীবাজারে গরীবের জন্য বরাদ্দকৃত চালসহ আটক ১

মৌলভীবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গরিব মানুষের জন্য বরাদ্দকৃত ১০ টাকা দরের ৩৮৫ কেজি চালসহ নুপুর চন্দ্র রায় নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২২ এপ্রিল) রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুনিয়া গ্রামে নুপুর চন্দ্র রায়ের বাড়ি থেকে প্লাস্টিকের কন্টেইনার ও বস্তায় ভরা চাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেন শামীম।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে নুপুর চন্দ্র রায় জানিয়েছেন, তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে ডিলার আনোয়ার উদ্দিনের কাছ থেকে এসব চাল কিনেছেন।

এ ব্যাপারে কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল বলেন, ডিলারদের দুর্নীতির কারণে আমার ইউনিয়নের সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ১০ টাকা কেজির চাল সঠিকভাবে বিক্রি করলে ত্রাণপ্রার্থীদের চাপ কমবে।

মৌলভীবাজার মডেল থানায় নুপুর চন্দ্র রায় ও ডিলার আনোয়ার উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন