করোনা সচেতনতায় হেলথ স্টিকার আনল হোয়াটসঅ্যাপ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে হেলথ স্টিকার আনল হোয়াটসঅ্যাপ। তাদেরকে এই কাজে সহযোগিতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

‘টুগেদার অ্যাট হোম’ স্লোগানে ২১টি স্টিকার উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এগুলো বিভিন্ন ভাষায় ডেভেলপ করা হয়েছে। এসব ভাষার মধ্যে আছে ইংরেজি এবং হিন্দিও। সব মিলিয়ে ১১ টি ভাষায় পাওয়া যাবে স্টিকারগুলো। যদিও বাংলা এতে চোখে পড়েনি।

এসব স্টিকারের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা, হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্নতা এবং সামাজিক যোগাযোগ কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে উল্লেখ করা হয়েছে।

ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের স্টিকার সেকশনে গেলে নতুন স্টিকারগুলো দেখতে পাবেন। পারবেন ব্যবহারও করতে।

করোনার সংক্রমণ ঠেকাতে হোয়াটসঅ্যাপ নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে গুজব ঠেকানো, মানুষকে সচেতন করা, গ্রুপ ভিডিও কলে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ানো ইত্যাদি।

হোয়াটসঅ্যাপ ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন