হবিগঞ্জের লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত

হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় সেখানকার চিকিৎসাসেবা বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবারে হবিগঞ্জে ১০ ব্যক্তির করোনা আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ আদনান আরেফিন, নার্স উম্মে কবীর নাজমিন নাহার রয়েছেন।

তাই ভাইরাসটির সংক্রমণ রোধে আগামী শনিবার পর্যন্ত জরুরি বিভাগসহ  হাসপাতালের সকল সেবা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে হাসপাতালের প্রশাসনিক বিভাগ খোলা থাকবে।

ইতোমধ্যে, ডাক্তার নার্সসহ সকল কর্মকর্তা কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নমুনা পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লাখাই উপজেলাতে ১০ করোনা রোগী শনাক্তের বিষয়ে ডা. আনিসুর রহমান বলেন, লাখাই উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ব্যবসা-বাণিজ্য ও চাকরির কারণে ঢাকা ও নারায়ণগঞ্জে অবস্থান করেন। তাদের মধ্যে অনেকেই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থাকায় এখানে এ সমস্যা দেখা দিয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন