করোনায় বিধ্বস্ত জিম্বাবুয়েতে ম্যালেরিয়ার হানা, ১৩১ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে লকডাউনে জিম্বাবুয়ে। এর মধ্যেই নতুন এক আপদ এসে হাজির। কোভিড-১৯ সংক্রমণের মাঝেই আশঙ্কাজনক হারে আফ্রিকার দেশটিতে ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়া।

মশাবাহিত এই রোগে জিম্বাবুয়েতে এরইমধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়েছে, জিম্বাবুয়েতে ২০১টি এলাকায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার; মৃত্যু হয়েছে ১৩১। ম্যানিকাল্যান্ড, ম্যাসভিনগো ও ম্যাশোনাল্যান্ড ইস্ট এলাকায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ম্যালেরিয়ার প্রকোপ দেশ জুড়ে আরও বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কভিড-১৯ মোকাবিলায় জিম্বাবুয়ে যতটা তৎপর ম্যালেরিয়ার ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, জিম্বাবুয়েতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ জন। মৃতের সংখ্যা তিনজন। প্রাণঘাতী এই ভাইরাসে ছড়িয়ে পড়া ঠেকাতে চলমান লকডাউন আরও দুই সপ্তাহ বাড়িয়েছে দেশটি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন