করোনায় প্রাণ হারালেন ইংলিশ ফুটবলার

করোনাভাইরাসের কাছে হেরে গেলেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার নরম্যান হান্টার। ইংলিশ এই কিংবদন্তি আজ ইংল্যান্ডের এক হাসপাতালে মারা গেছেন ৭৬ বছর বয়সে। গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হান্টার।

একই সময়ে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ছিলেন লিভারপুল কিংবদন্তি স্যার কেনি ডালগ্লিশও। ৬৯ বয়সী ডালগ্লিশ করোনার বিরুদ্ধে বিজয়ী হয়ে ফিরতে পারলেন। কিন্তু স্যার নরম্যান হান্টারের আর ফেরা হলো না।

হান্টার ১৯৬৫ থেকে ১৯৭৪ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন তিনি।

ক্লাব ফুটবলে হান্টার ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন লিডস ইউনাইটেডের হয়ে। ১৫ বছরের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৭২৬ ম্যাচ। জিতেছেন দুটি লিগ শিরোপা। তার মৃত্যুতে শোকবার্তায় লিডস ইউনাইটেড লিখেছে, ‘তার মৃত্যু আমাদের ক্লাব পরিবারে বিশাল এক শূন্যতা রেখে গেলো। তাকে কখনও ভোলা যাবে না।’

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন