সিলেটে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

সিলেট নগরের উপশহর এলাকায় করোনার উপসর্গ নিয়ে ১০ বছর বয়সি এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

মারা যাওয়া শিশু নগরীর উপশহর এলাকার একটি বস্তির বাসিন্দা।

ডা. হিমাংশু লাল রায় জানান, শিশুটি গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল। সকালে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়ার জন্য বলা হলেও তারা ওসমানীতে নিয়ে আসেন। পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়।

জ্বর, শর্দি, কাশিসহ করোনার কিছু উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পেলে জানা যাবে সে করোনাতে আক্রান্ত ছিল কী-না।

তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সীমিত মানুষ নিয়ে দাফন প্রক্রিয়া সম্পাদনের জন্য তাদের বলে দেওয়া হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন