করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৬ জন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪২৩ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় করোনা মহামারির আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটার জানায়, দেশটিতে চিকিৎসার পর সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৩ জন। ভারতের গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে, দেশটির বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ২ হাজার ৯১৬ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৮৭ জনের।
এছাড়া মুম্বইতেই আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৯৬ জন। দিল্লিতে দেড় হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। এর পরেই রয়েছে তামিলনাড়ু (১২৪২) ও রাজস্থান (১০২৩)। মহারাষ্ট্র ছাড়া বাকি রাজ্যগুলিতে অবশ্য মৃত্যুর সংখ্যা কম। গুজরাতে ৭৬৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মৃত্যু হয়েছে ৩৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। মৃত্যু হয়েছে ৭ জনের।
ভারতে ইতিমধ্যেই ১৭০টি জেলাকে সংক্রমণের ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে এ রাজ্যের ৪টি জেলা। রাজ্য সরকার অবশ্য এর আগেই বেশ কিছু এলাকাকে চিহ্নিত করে ফেলেছে। সেগুলিকে সরাসরি ‘হটস্পট’ না বলে, বলা হচ্ছিল ‘হাই রিস্ক জোন’।
দেশটিতে করোনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। চিকিৎসকদের মতে, এর ফলে নিত্যনতুন করোনা আক্রান্তের হদিশ মিলছে। আইসিএমআর-এর দেওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত সারা দেশে এখনও পর্যন্ত ২ লক্ষ ৪৪ হাজার ৮৯৩ জনের পরীক্ষা হয়েছে।