আরো ২ টীকার ক্লিনিক্যাল পরীক্ষা হবে

মানবদেহের ওপর আরো দুটি করোনা ভাইরাসের টীকার পরীক্ষা চালানো হবে বলে খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় মিডিয়া। সম্প্রতি এমন কমপক্ষে ৭০টি টীকা আবিষ্কার নিয়ে বিশ্বজুড়ে কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে তিনটি টীকা ক্লিনিক্যাল পরীক্ষার পর্যায়ে আছে। অর্থাৎ ওই টীকা মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে পরীক্ষামুলকভাবে। এর মধ্যে দুটি হলো যুক্তরাষ্ট্রভিত্তিক। একটি চীনে। নতুন করে যে টীকার পরীক্ষা করা হবে তা হবে এমন কার্যকারিতার চতুর্থ ও পঞ্চম টীকা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন