সিলেটে ২০ চিকিৎসক ও ১৪ নার্স কোয়ারেন্টাইনে

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি এক প্রসূতির করোনাভাইরাস পজেটিভ আসায়  ২০ চিকিৎসক, ১৪ নার্স এবং ১১ জন আয়া-ওয়ার্ডবয়কে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে তাদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে তাদের নমুনা পরীক্ষা করারও সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে করোনা শনাক্ত হওয়া ২৫ বছর বয়সী ওই নারীকে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। তার নবজাতক শিশুটিও তার সঙ্গে রয়েছে বলে জানান তিনি।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের (সিলেট)  সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ওই নারী ৪ দিন আগে ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে একটি সন্তান প্রসব করেন। এরপর তার করোনা উপসর্গ দেখা দিলে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হয়।  সোমবার সকালে তার করোনার শনাক্ত হয়।

সিলেট বিভাগে এর আগে একজন চিকিৎসকসহ ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।  এ নিয়ে এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন