চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু, পাঁচটি বাড়ি লকডাউন

চুয়াডাঙ্গার জীবননগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রেহেজান (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ রোববার তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে দিয়েছে পুলিশ।

জানা যায়, গতকাল শনিবার রাতে জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী জ্বর-সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এদিকে, স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠিয়েছে।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পর সর্দি-কাশি-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হন ওই মহিলা। পরে গেল রাতে তার মৃত্যু হয়। বিষয়টি জানতে পেরে ওই রাতেই তার দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। আর তার প্রতিবেদন পেলে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন