নোটিফিকেশনে কোয়াইট মোড আনল ফেসবুক

ফেসবুক নোটিফিকেশনের বিরক্তিকর শব্দের কারণে কাজের মনোযোগ নষ্ট হয়। তাই কোয়াইট মোড চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

নতুন এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নোটিফিকেশন বন্ধ রাখা যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চ একটি প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, প্রাণঘাতী করোনা সংক্রমণের এই সময় মানুষের জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। তাই কোয়াইট মোড চালু করেছে ফেসবুক। বর্তমানে অনেকে বাসায় থেকে অফিস করছেন। এমন অবস্থায় পরিবর্তিত সময়সূচির সঙ্গে তারা যেন সহজেই মানিয়ে নিতে পারেন সেজন্য কোয়াইট মোড চালু করা হয়েছে।

জানা গেছে, প্রয়োজন মতো গ্রাহক তার কোয়াইট মোড চালু বা বন্ধ করতে পারবে। এমনকি স্বয়ংক্রিয়ভাবে চালুর জন্য এটি শিডিউল করেও রাখা যাবে। যেমন-কেউ যদি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করেন, তাহলে ওই সময়টায় প্রতিদিন কোয়াইট মোড চালুর জন্য শিডিউল করতে পারবেন তিনি।

কোয়াইট মোড চালু থাকাকালীন কেউ ফেসবুকে লগইন করলে ফেসবুক অ্যাপটি সংশ্লিষ্ট গ্রাহককে মনে করিয়ে দেবে যে, তিনি কোয়াইট মোডে আছেন। এতে তার অন্য কাজে মনোযোগ দেয়া সহজ হবে।

বেশ কিছুদিন পরীক্ষা চালানোর পর বিশ্বজুড়ে আইওএস অপারেটিং সিস্টেমে ফিচারটি পর্যায়ক্রমে চালু করছে ফেসবুক।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন