কম দামের ফোনে দুর্দান্ত ফিচার

কম দামি ফোনে দুর্দান্ত ফিচার আনল অনর। মডেল অনর এইচট এ ২০২০ এডিশন। গত বছর চীনে লঞ্চ হয়েছিল অনর প্লে এইট এ। এবার এই ফোনটির আপডেট ফিচার এলো। ফোনটিতে কিছু পরিবর্তন এনে সম্প্রতি ইংল্যান্ডে লঞ্চ হল অনর এইট এ ২০২০।

ইংল্যান্ডে কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। স্পেসিফিকেশন খুব বেশি পরিবর্তন না বলেও নতুন ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। ১৫ এপ্রিল বিক্রি শুরু হবে এই ফোন।

ডুয়েল সিমের ফোনটি অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চালিত। অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ইউজার ইন্টারফেস।

এই ফোনে থাকছে একটি ৬.০৯ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের উপরে থাকছে ছোট নচ। ফোনটিতে মিডিয়াটেক হেলিও চিপসেট, ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দেয়া হয়েছে।

ছবি তোলার জন্য এই ফোনের পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনের ভিতরে থাকছে ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে থাকছে ফেস আনলক সাপোর্ট।

ইউরোপের বাজারে ফোনটির দাম ১৩০ ইউরো।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন